শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৪:৩২ অপরাহ্ন

শিরোনাম :
নিউইয়র্কে মাস্ক পরে দোকানে ঢোকা যাবে না যুুক্তরাষ্ট্রে আবারো বাড়লো লোনের ইন্টারেস্ট রেট বন্দুক সহিংসতা নিয়ন্ত্রণে সাফল্য দেখছে নিউইয়র্ক কুইন্সে অপরাধী চক্রের ৩৩ সদস্যের বিরুদ্ধে অভিযোগ যুক্তরাষ্ট্রে রেস্টুরেন্ট খাতের কর্মসংস্থানে চাঙ্গাভাব বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রেসি ম্যানশনের অনুষ্ঠানে মেয়র এরিক এডামস নিউইয়র্কের ব্রঙ্কসে বারী রেস্টুরেন্টের বর্ণাঢ্য উদ্বোধন নিউইয়র্কে হবে বর্ষবরণ, লায়লা হাসানের নেতৃত্বে গাইবেন বন্যা ও কমলিনী এই সিন্ডিকেট কি সরকারের চেয়েও শক্তিশালী অবৈধ অভিবাসীদের বৈধকরণ এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মৌন মিছিল

ইসরাইলে কোভিডের নতুন ভেরিয়েন্ট

নিউইয়র্ক বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ১০ বার

ফের করোনাভাইরাসে নতুন ভেরিয়েন্টের আবির্ভাব ঘটেছে। এবারে ইসরাইলে। তিন বছর পার করে করোনা মহামারী প্রায় শেষের পথে। তেমনটাই ধারণা বিশেষজ্ঞদের। এর মধ্যে নতুন ভেরিয়েন্টের আগমনে হতবাক বিজ্ঞানীমহল। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এক দম্পতি বিদেশ সফর সেরে ইসরাইলে ফেরার পরে তাদের আরটি-পিসিআর পরীক্ষা হয়েছিল। তাতেই সংক্রমণ ধরা পড়ে। পরীক্ষায় দেখা গিয়েছে কোভিডের নতুন ভেরিয়েন্টটি বিএ.১ বা ওমিক্রন এবং বিএ.২ (ওমিক্রনের সাব-ভেরিয়েন্ট)-এর মিশ্রণ।

ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রোগীদের জ্বর, মাথার যন্ত্রণা, গায়ে ব্যথা রয়েছে। তবে কোনো কিছুই তেমন বাড়াবাড়ি রকমের নয়। জটিল চিকিৎসারও প্রয়োজন নেই। সন্দেহ করা হচ্ছে, তিরিশের কোঠার ওই দম্পতি তাদের সন্তানের থেকে সংক্রমিত হয়েছেন। ইসরাইলের কোভিড বিশেষজ্ঞ সলমন জারকা জানান, দু’টি করোনা ভেরিয়েন্টের মিশ্রণ পরিচিত ঘটনা। একে অন্যের সংস্পর্শে এলে ভাইরাসের ভেরিয়েন্টগুলো এই চেষ্টাই করে।

গত মাসে ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয় হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রগুলোতে মাস্ক পরার নিয়ম প্রত্যাহার করেছে। তার পরেই এই ঘটনা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জানিয়েছে, ওমিক্রনের ক্রমাগত জেনেটিক বিবর্তন সম্পর্কে তারা অবগত। বিষয়টিকে নজরে রাখছে তারা। তাদের ওয়েবসাইটে জানানো হয়েছে, তারা অতিমারির বর্তমান পরিস্থিতি ও সক্রিয় ভেরিয়েন্টগুলো সম্পর্কে জানাতে থাকবে। হু-র বক্তব্য, ‘এতে গোটা বিশ্বের ভেরিয়েন্ট-চিত্র সম্পর্কে ভালোভাবে বোঝা সম্ভব হবে।’
সূত্র : আনন্দবাজার পত্রিকা

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 nbdnewsonline.com
Theme Dwonload From ThemesBazar.Com