শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৫:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
নিউইয়র্কে মাস্ক পরে দোকানে ঢোকা যাবে না যুুক্তরাষ্ট্রে আবারো বাড়লো লোনের ইন্টারেস্ট রেট বন্দুক সহিংসতা নিয়ন্ত্রণে সাফল্য দেখছে নিউইয়র্ক কুইন্সে অপরাধী চক্রের ৩৩ সদস্যের বিরুদ্ধে অভিযোগ যুক্তরাষ্ট্রে রেস্টুরেন্ট খাতের কর্মসংস্থানে চাঙ্গাভাব বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রেসি ম্যানশনের অনুষ্ঠানে মেয়র এরিক এডামস নিউইয়র্কের ব্রঙ্কসে বারী রেস্টুরেন্টের বর্ণাঢ্য উদ্বোধন নিউইয়র্কে হবে বর্ষবরণ, লায়লা হাসানের নেতৃত্বে গাইবেন বন্যা ও কমলিনী এই সিন্ডিকেট কি সরকারের চেয়েও শক্তিশালী অবৈধ অভিবাসীদের বৈধকরণ এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মৌন মিছিল

ইরান-সৌদি মিত্রতায় বাজিমাত চীনের, কোণঠাসা ভারত!

নিউইয়র্ক বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ১০ বার

পশ্চিম এশিয়া ছিল ভারতের নরেন্দ্র মোদি সরকারের পররাষ্ট্রনীতির ঘোষিত ‘কোহিনুর’। কিন্তু সম্প্রতি প্রায় সবার অলক্ষে সেই রত্ন আপাতত হলেও বেইজিং-এর হাতে গেল। শি জিনপিং তৃতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার দু’সপ্তাহের মধ্যে ইরান এবং সৌদি আরবের দীর্ঘদিনের সংঘাত চীন মেটানোর পরে এমনই মনে করছেন ভারতের কূটনৈতিক বিশেষজ্ঞেরা।

সাত বছর আগে শিয়া আলেম নিমর-আল-নিমরকে ফাঁসি দেয় সুন্নি প্রধান সৌদি আরব। এই ঘটনার প্রতিবাদে তেহরানে সৌদি কূটনৈতিক প্রতিনিধিদলের উপর হামলা চালান ইরানের বিক্ষোভকারীরা। এরপর ইরানের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব। দুই দেশের তিক্ততা তীব্র হয়। সম্প্রতি বিবদমান এই দুই দেশের প্রতিনিধিদের বৈঠক করায় বেইজিং, তাদের মাটিতে। এরপর আবার কূটনৈতিক সম্পর্ক স্থাপনে রাজি হয়েছে শিয়া ও সুন্নি প্রধান দুই দেশ। দু’মাসের মধ্যে দূতাবাস খুলতেও তারা রাজি।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রাথমিকভাবে জানিয়েছে, তারা সংলাপ এবং কূটনীতিকেই সেরা পথ বলে মনে করে। সেইসাথে এই সত্যও সামনে চলে আসছে যে এই আপাত অসাধ্য কাজটি করে দেখিয়ে (নিজেদের অমিত অর্থনৈতিক এবং সামরিক বিক্রমকে সহায়তার টোপ হিসাবে ব্যবহার করে হলেও) পশ্চিম এশিয়ায় প্রভাব আপাতত বহুগুণ বাড়িয়ে ফেলল চীন। বিষয়টি ইরানের প্রতি শত্রুভাবাপন্ন আমেরিকার জন্য চরম অস্বস্তিকর তো বটেই। আমেরিকাকে বার্তা দেয়া বেইজিংয়ের লক্ষ্য ঠিকই, তবে এ ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশলগত মিত্র ভারতের অস্বস্তিও কম নয়।

ভারতীয় কূটনৈতিক সূত্রের মতে, আমেরিকার নিষেধাজ্ঞার কারণে গত তিন বছর তেহরানের সাথে জ্বালানি-সম্পর্ক ঘুচিয়েছে মোদি সরকার। পশ্চিম এশিয়ার অন্য দেশগুলোর সাথে (সৌদি-সহ) সম্পর্ক আগের তুলনায় অনেকটাই ঘনিষ্ঠ হলেও দিল্লি হারিয়েছে ইরানের বন্ধুত্ব। ফলে চীন এই তেলসমৃদ্ধ রাষ্ট্রটির অভিভাবক হয়ে দাঁড়াক, তা আদৌ কাম্য নয় নয়াদিল্লির কাছে। পাশাপাশি সৌদির কাছেও পৌঁছে গিয়েছে চীন।

ভারতীয় কূটনৈতিক শিবির বলছে, বহু বছর ধরেই চীন অন্য দু’টি দেশের সংঘাতে নাক না গলানোর কথা মুখে বলে। কিন্তু সম্প্রতি চীনের নীতিতে বিভিন্ন অঞ্চলে প্রভাব বাড়ানোর চেষ্টাই বেশি দেখা যাচ্ছে। আন্তর্জাতিক সংঘাতে সক্রিয় মধ্যস্থতাকারীর ভূমিকাও পালন করতে দেখা যাচ্ছে তাদের। এক কূটনৈতিক বিশেষজ্ঞের কথায়, চীন পশ্চিম এশিয়াকে এই বার্তা দিতে চাইছে যে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের বদলি নীতি দিতে পারবে। তাদের বিরুদ্ধে অগণতান্ত্রিক, একনায়কতন্ত্রের যে অভিযোগ পশ্চিম থেকে ওঠে, তারও মোকাবিলা করতে এই ‘শান্তির পৌরোহিত্য’ কাজে আসবে বেইজিংয়ের।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 nbdnewsonline.com
Theme Dwonload From ThemesBazar.Com