শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৩:০২ অপরাহ্ন

শিরোনাম :
নিউইয়র্কে মাস্ক পরে দোকানে ঢোকা যাবে না যুুক্তরাষ্ট্রে আবারো বাড়লো লোনের ইন্টারেস্ট রেট বন্দুক সহিংসতা নিয়ন্ত্রণে সাফল্য দেখছে নিউইয়র্ক কুইন্সে অপরাধী চক্রের ৩৩ সদস্যের বিরুদ্ধে অভিযোগ যুক্তরাষ্ট্রে রেস্টুরেন্ট খাতের কর্মসংস্থানে চাঙ্গাভাব বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে গ্রেসি ম্যানশনের অনুষ্ঠানে মেয়র এরিক এডামস নিউইয়র্কের ব্রঙ্কসে বারী রেস্টুরেন্টের বর্ণাঢ্য উদ্বোধন নিউইয়র্কে হবে বর্ষবরণ, লায়লা হাসানের নেতৃত্বে গাইবেন বন্যা ও কমলিনী এই সিন্ডিকেট কি সরকারের চেয়েও শক্তিশালী অবৈধ অভিবাসীদের বৈধকরণ এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মৌন মিছিল

ফ্লোরিডা আওয়ামী লীগের সভাপতি নান্নু, সম্পাদক মুজিবুল হক

বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ১০ বার

ফ্লোরিডা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নান্নু আহমেদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন মুজিবুল হক।

গত ১৩ মার্চ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ফ্লোরিডা আওয়ামী লীগের নতুন এই কার্যকরী কমিটির অনুমোদন দিয়েছেন।

কমিটির অন্য পদগুলোর তালিকা চূড়ান্ত করা হবে ফ্লোরিডায় বসবাসরত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা এম ফজলুর রহমানের সাথে পরামর্শক্রমে। ঢাকা সফররত ফ্লোরিডা আওয়ামী লীগের আইয়ুব খান, নাফিজ আহমেদ জুয়েলসহ কয়েকজন নেতা গণভবনে সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে মতবিনিময় করেছেন সামনের জাতীয় নির্বাচনে প্রবাসীদের করণীয় নিয়ে।

সে সময় সংগঠনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আব্দুস সোবহান গোলাপ এবং দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াও ছিলেন। হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ মতবিনিময়কালে শেখ হাসিনা সকলকে দেশ-বিরোধী অপতৎপরতায় লিপ্তদের ব্যাপারে সজাগ থাকার নির্দেশ দেন এবং নিজ নিজ এলাকার সাথে সংযোগ রাখার আহ্বান জানান।

ঢাকা থেকে ফ্লোরিডায় ফিরে মঙ্গলবার রাতে এ বৈঠকের বিবরণ দেন এম ফজলুর রহমান। তিনি বলেন, সর্বশেষ ২০০৫ সালেও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ফ্লোরিডা স্টেট কমিটির অনুমোদন দিয়েছিলেন। দীর্ঘদিন পর আবারো তারই সরাসরি নির্দেশে কমিটি পেল ফ্লোরিডাবাসী।

ফজলুর রহমান আরো জানান, কমিটি করার নামে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমানের কর্মকান্ড সম্পর্ক জননেত্রীকে অবহিত করলে তিনি সরাসরি আমাকে জানিয়ে দিয়েছেন, ফ্লোরিডা স্টেট কমিটি করতে সিদ্দিকুর রহমানের প্রয়োজন নেই। আমি যেন সবকিছু করি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 nbdnewsonline.com
Theme Dwonload From ThemesBazar.Com